An important meeting held between BSMMU administration with the South Korean Ambassador at the BSMMU Super Specialized Hospital.
02 Oct, 2024 12:00 AM - 02 Oct, 2024 12:00 AM | BSMMU
বুধবার ২ অক্টোবর ২০২৪ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সুপার স্পেশরালাইজ হাসপাতালে দক্ষিণ কোরিয়ার (রিপাবলিক অফ কোরিয়া) মান্যবর রাষ্ট্রদূত জনাব পার্ক, ইয়াং-সিক (Mr. Park, Young-Sik) এর সাথে অত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান (Professor Md. Sayedur Rahman)। গুরুত্বপূর্ণ ওই বৈঠকে সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালনা, চিকিৎসক, নার্সসহ কর্মরতদের প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম ও হাসপাতালের রক্ষাণাবেক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক, দূতাবাস কর্মকর্তা, স্বাস্থ্য বিশেষজ্ঞ, ইয়াংসেই ইউনিভার্সিটির (Yonsei University) শিক্ষক, গবেষকসহ বিএসএমএমইউর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান, সহযোগী অধ্যাপক ডা. মোঃ নূর-ই-এলাহী মিম প্রমুখ উপস্থিত ছিলেন।