Preliminary Result Sharing Workshop on the Strategic Leadership Training Program for Upazila Healthcare Managers

Preliminary Result Sharing Workshop on the Strategic Leadership Training Program for Upazila Healthcare Managers

23 Mar, 2025 10:00 AM - 23 Mar, 2025 01:00 PM |

বিএমতে “বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপকদের উপর কৌশলগত নেতৃত্ব
প্রশিক্ষণের প্রভাব মূল্যায়ন” শীর্ষক গবেষণার প্রাথমিক ফলাফল প্রকাশ বিষয়ক কর্মশালা


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস (DPHI) এবং ইউনিসেফ-এর যৌথ উদ্যোগে “বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপকদের উপর কৌশলগত নেতৃত্ব প্রশিক্ষণের প্রভাব মূল্যায়ন (Assessing the Impact of Strategic Leadership Training Program on Upazila Healthcare Managers of Bangladesh)” শীর্ষক গবেষণার প্রাথমিক ফলাফল প্রকাশের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি আজ ২৩ মার্চ ২০২৫ইং তারিখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার টেকসই উন্নয়নের জন্য লিডারশিপ প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এই কর্মশালা উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপকদের জন্য লিডারশিপ প্রশিক্ষণের মূল্যায়ন ও উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত ও দক্ষ করে তুলতে সহায়ক হবে বলে তিনি মতামত ব্যক্ত করেন।
কর্মশালায় উপস্থিত থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন), অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন), অধ্যাপক ডা. নাহরীন আখতার, কোষাধ্যক্ষ, অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস্ ও ডিন, প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদ, এবং ডা. সেকেন্দার আলী মোল্লা, উপ-পরিচালক, পরিকল্পনা ও গবেষণা, স্বাস্থ্য অধিদপ্তর, ডা. ফিদা মেহরান, হেলথ সিস্টেম স্পেশালিস্ট, হেলথ সেকশন  ইউনিসেফ, বাংলাদেশ তাদের মূল্যবান মতামত দেন। আলোচকগণ লিডারশিপ প্রশিক্ষণের তাৎপর্য এবং ভবিষ্যতে স্বাস্থ্যখাতে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে মতামত প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে স্ট্র্যাটেজিক লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামের (SLMTP) ইতিহাস ও পটভূমি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে পরিকল্পনা ও গবেষণা, ডিজিএইচএস-এর-ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আরাফাতুর রহমান প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়ন ও অগ্রগতির বিবরণ তুলে ধরেন। এরপর গবেষণার প্রধান গবেষক ডা. ফারিহা হাসিন, সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস্ কর্মশালায় গবেষণার প্রাথমিক ফলাফল বিষয়ক প্রতিপাদন উপস্থাপন করেন। এতে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপকদের উপর প্রশিক্ষণের প্রভাব এবং কার্যকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। গবেষণার ফলাফল থেকে জানা যায় যে স্ট্র্যাটেজিক লিডারশিপের প্রশিক্ষণ উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে পারে, যা স্বাস্থ্যসেবার উন্নতি এবং রিসোর্সের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে। এরপর ডা. এ এম জাকির হোসেন, চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিক হেলথ অ্যাসিস্ট্যান্স ট্রাস্ট এবং সদস্য, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, লিডারশিপের পাঁচটি ডিসিপ্লিনের তাৎপর্য নিয়ে আলোকপাত করেন। আলোচনায় লিডারশিপ প্রশিক্ষণের ভূমিকা সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।