
সুপার স্পেশালাইজড হাসপাতাল (২য় সংশোধিত) প্রকল্পের পিআইসি মিটিং অনুষ্ঠিত
07 Apr, 2025 11:00 AM - 07 Apr, 2025 12:00 PM |
সুপার স্পেশালাইজড হাসপাতাল (২য় সংশোধিত) প্রকল্পের পিআইসি মিটিং অনুষ্ঠিত
বাংলদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এর সুপার স্পেশালাইজড হাসপাতাল (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি (পিআইসি) এর ১৩তম গুরুত্বপূর্ণ সভা আজ সোমবার ৭ এপ্রিল ২০২৫ইং তারিখে শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালন, ইন হাউজ ট্রেনিং, প্রকল্পের পিএমইউ কমিটি পুনর্গঠন, বাৎসরিক কার্য পরিকল্পনাসহ বিস্তারিত আলোচনা করা হয়। গুরুত্বপূর্ণ এই সভায় সভাপতিত্ব করেন বিএমইউর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম।
সভায় বিএমইউ এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, প্রকল্প পরিচালক ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মোঃ নূর ই এলাহী, উপ-প্রকল্প পরিচালক লোহানী ডা. তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।