Inauguration of “Audio Vestibular Center"
28 Mar, 2023 11:00 AM - 28 Mar, 2023 12:00 AM | Multipurpose Hall, Room-628, Block-C, 6th Floor.
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে
মাথাঘোরা, ভারসাম্যহীনতায় ভোগা ভার্টিগো সমস্যায় আক্রান্ত রোগীদের
রোগ নির্ণয় ও চিকিৎসাসেবায় “অডিও ভেস্টিবুলার সেন্টার” উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারী বিভাগের অটোলজি ডিভিশন এর উদ্যোগে মাথাঘোরা, শারীরিক ভারসাম্যহীনতায় ভোগা ভার্টিগো সমস্যায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে উন্নতমানের প্রযুক্তিসমৃদ্ধ “অডিও ভেস্টিবুলার সেন্টার” উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সপ্তম তলায় অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উক্ত সেন্টারের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে সি ব্লকের ৬ষ্ঠ তলায় মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারী বিভাগের অটোলজি ডিভিশন এর প্রধান অধ্যাপক ডা. এএইচএম জহুরুল হক সাচ্চু। অনুষ্ঠানে উক্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আজহারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার বক্তব্য রাখেন। প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা. আবির্ভাব নাহা। সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. মোঃ হারুন অর রশিদ তালুকদার।
প্রধান অতিথি বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, দেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ভার্টিগো সমস্যায় ভুগছেন। আমাদেরকে খেয়াল রাখতে হবে শ্রবণশক্তি হ্রাস পেতে পেতে যাতে একেবারে নষ্ট না হয়ে যায়। এধরণের সমস্যায় আক্রান্ত রোগীদের চিহ্নিত করতে স্ক্রিনিং কার্যক্রম ব্যাপকভাবে জোরদার করতে হবে।