বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ ইউনিট চালু

বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ ইউনিট চালু

22 Apr, 2025 10:00 AM - 22 Apr, 2025 11:00 AM |

বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ ইউনিট চালু
বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতালে স্বল্প পরিসরে আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। আজ মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ইং তারিখে সুপার স্পেশালাইজ হাসপাতালের লেভেল থ্রিতে এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ। এসময় বিএমইউ এর সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও বিএমইউ এর ডিন অধ্যাপক ডা. মোঃ সাইফ উলাহ মুন্সী, এ্যানেসথেসিয়া এ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, অধ্যাপক ডা. মন্তোষ কুমার মন্ডল, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মোঃ শাহিদুল হাসান, ডা. মাহাবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করতে বর্তমান প্রশাসন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকল বাধা অতিক্রম করে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে এই হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর কাজ সম্পন্ন করা হবে। এই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমে আসবে।
বিএমইউ এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম তাঁর বক্তব্যে চিকিৎসক ও নার্সদের রোগীদের প্রতি আরো ভালো আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, রোগীরা যেনো উন্নত চিকিৎসাসেবা পায় এবং তারা যেনো চিকিৎসা নিয়ে সন্তুষ্ট হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালে রেডিওলজি এন্ড ইমেজিং সংক্রান্ত যেকোনো সেবা প্রয়োজন অনুযায়ী দ্রুততার সাথে নিশ্চিত করা হবে।
অন্য বক্তারা জানান, সুপার স্পেশালাইজ হাসপাতালের আইসিইউতে উন্নত, অত্যাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে রয়েছে প্রশিক্ষত দক্ষ নার্স। যা আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবিঃ মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।