বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসনোগ্রাম, মেমোগ্রাম ও বিএমডি সেবা চালু

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসনোগ্রাম, মেমোগ্রাম ও বিএমডি সেবা চালু

17 Apr, 2025 01:00 PM - 17 Apr, 2025 02:00 PM |


বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে
এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসনোগ্রাম, মেমোগ্রাম ও বিএমডি সেবা চালু


বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সুপার স্পেশালাইজড হাসপাতালে রয়েছে হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়েটিক ডিজিজ, হেপাটোলজি এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, কার্ডিওভাসকুলার এন্ড স্টোক সেন্টার, মাদার এন্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, কিডনী ডিজিজ এন্ড ইউরোলজি সেন্টার এবং এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি সেন্টার। এ সকল সেন্টারে রোগীদের হার্ট, কিডনী, লিভার (হেপাটোলজি), নিউরোসহ  বেশকিছু বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। রয়েছে রেডিওলজি এ্যান্ড ইমেজিং সেন্টার। এই সেন্টার থেকে বিএমইউ এর রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের উদ্যোগে এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসনোগ্রাম ও বিএমডি সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সেবা চালু রয়েছে। আজ রেডিওলজি এ্যান্ড ইমেজিং সেন্টারের পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সেবামূলক কার্যক্রম বিস্তারিত তুলে ধরা হলো ।

 


রেডিওলজি এ্যান্ড ইমেজিং সেন্টারের পরীক্ষা-নিরীক্ষা: বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের নিচতলায় (প্রথম তলায়) রয়েছে রেডিওলজি এন্ড ইমেজিং সেন্টার। এই সেন্টার থেকে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত এবং বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই দুই শিফটে এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসনোগ্রাম, মেমোগ্রাম, বিএমডি পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সেবা দেয়া হচ্ছে। এরমধ্যে একদিন আগে অনলাইনে (ssh.bsmmu.ac.bd) সিরিয়ালের মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করা হচ্ছে, ফলে এই ক্ষেত্রে সিরিয়াল ও টাকা জমা দেওয়ার যে ভোগান্তি সেটা কমেছে। এই সেন্টার থেকে রেডিওলজি এন্ড ইমেজিং সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টও প্রদান করা হচ্ছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং সরকারী ছুটি দিন ব্যতীত প্রতিদিনই রোগীরা এখানে এসকল পরীক্ষা-নিরীক্ষা করতে পারছেন। এই সেন্টার থেকে সকল প্রকার এক্সরে, বিএমডি, মেমোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই করা হচ্ছে। এমআরআই এর মধ্যে এমআরআই অফ হোল এবডোমেন, এমআরআই অফ চেস্ট, এমআরআই অফ কেইউবি, ইন্টারোগ্রাফি, এমআরএ এ্যান্ড এমআরভি, এমআরআই অফ নেক ভেসেলস, এমআরআই অফ লিভার, এমআরসিপি, এমআরআই অফ অরবিট, এমআরএ রেনাল এনজিও ইত্যাদি জটিল জটিল পরীক্ষা এই সেন্টার থেকে করা হচ্ছে। অত্যাধুনিক মেশিনের মাধ্যমে দক্ষ টেকনিশিয়ান ও টেকনোলজিস্টদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার পর রেডিওলজি এন্ড ইমেজিং বিশেষজ্ঞ ডাক্তারগণ রিপোর্ট তৈরি করে থাকেন।

উল্লেখ্য, বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের রেডিওলজি এ্যান্ড ইমেজিং সেন্টার থেকে জানুয়ারি ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৪ইং পর্যন্ত ৮ হাজার ৬ শত ৭৭টি এক্সরে, ৩ হাজার ৬ শত ১৬টি এমআরআই, ২ হাজার ৭২টি সিটি স্ক্যান, ১ শত ৪৬টি মেমোগ্রাম এবং ১ শত ৭৫টি বিএমডি পরীক্ষা করা  হয়েছে।         


ছবি ও নিউজ: প্রশান্ত মজুমদার।