
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে লিভার রোগীদের আউটডোর ও ইনডোর ( রোগী ভর্তি কার্যক্রম) চিকিৎসাসেবা চালু
15 Apr, 2025 04:00 PM - 15 Apr, 2025 04:00 PM |
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে
লিভার রোগীদের আউটডোর ও ইনডোর ( রোগী ভর্তি কার্যক্রম) চিকিৎসাসেবা চালু
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সুপার স্পেশালাইজড হাসপাতালে রয়েছে হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়েটিক ডিজিজ, হেপাটোলজি এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, কার্ডিওভাসকুলার এন্ড স্টোক সেন্টার, মাদার এন্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, কিডনী ডিজিজ এন্ড ইউরোলজি সেন্টার এবং এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি সেন্টার। এসকল সেন্টারে রোগীদের হার্ট, কিডনী, লিভার (হেপাটোলজি), নিউরোসহ বেশকিছু বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। আজ তুলে ধরা হলো হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়েটিক ডিজিজ, হেপাটোলজি এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের লিভারের (হেপাটোলজি) বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা এবং হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়েটিক সার্জারির চিকিৎসাসেবা কার্যক্রম।
লিভার (হেপাটোলজি) সংক্রান্ত চিকিৎসাসেবা: বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের জন্য চালু হয়েছে আউটডোর ও ইনডোর সেবা কার্যক্রম। ইনডোর সেবার অংশ হিসেবে এই সেন্টারে লিভারের রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। হেপাটোলজি বহির্বিভাগ চিকিৎসাসেবার অংশ হিসেবে লিভারের রোগীদের জন্য সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং সরকারী ছুটি দিন ব্যতীত প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের সেবা কার্যক্রম চালু আছে। এই ধরণের রোগীদের জন্য প্রতি সপ্তাহের সোম ও বুধবার বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষা সেবা চালু রয়েছে। এর মধ্যে রয়েছে এন্ডোস্কপি, ইভিএল, শর্ট ক্লোনোস্কপি, ফুল ক্লোনোস্কপি, গ্লু ইনজেকশন, এন্ডোস্কপিক পলিপেক্টমি, এফএনএসি ফর্ম লিভার এসওএল, লিভার এবসেস, পেয়ার থেরাপি, ইআরসিপি স্টেন্ট রিমুভাল, ইআরসিপি স্টেন্টিং, ক্লোনোস্কপি পলিপেক্টমি এবং ডিউডেনস্কোপি ইত্যাদি।
হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়েটিক সার্জারি চিকিৎসাসেবা: হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়েটিক সার্জারির রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য আউটডোর সেবা এবং সার্জারির জন্য ইনডোর সেবার অংশ হিসেবে ভর্তি কার্যক্রম চালু রয়েছে। এখানে পিত্তথলীর পাথর অপারেশন থেকে শুরু করে সকল প্রকার প্যানক্রিয়েটিক সার্জারি করা হয়। এর মধ্যে রয়েছে ল্যাপারোস্কপিক সার্জারি, হুয়িপল’স প্রসিডিউর ইত্যাদি।
এই সেন্টারের হেপাটোবিলিয়ারি সার্জারি ও লিভার ট্রান্সপ্ল্যান্ট ও লিভার বিভাগ থেকে সফলভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট চিকিৎসাসেবা কার্যক্রম চালু করার জোরালো উদ্যোগ নেয়া হয়েছে। এখানে লিভার ট্রান্সপ্ল্যান্ট পরবর্তী রোগীদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সেবাও প্রদান করা হচ্ছে।
হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়েটিক ডিজিজ, হেপাটোলজি এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের ওপিডি চিকিৎসাসেবা: এই সেন্টারের ওপিডি বা বহির্বিভাগ চিকিৎসাসেবার মধ্যে রয়েছে লিভার (হেপাটোলজি), অফথালমোলজি, সার্জিক্যাল অনকোলজি, গ্যাস্ট্রোএন্ট্রারোলজি, কলোরেক্টাল সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট এবং প্ল্যাস্টিক সার্জারি, এন্ডোক্রাইন সার্জারিসহ জেনারেল সার্জারি। এরমধ্যে লিভার (হেপাটোলজি) রোগে আক্রান্ত রোগীরা বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন। সার্জিক্যাল অনকোলজি, অফথালমোলজি, গ্যাস্ট্রোএন্ট্রারোলজি, লিভার ট্রান্সপ্ল্যান্ট, কলোরেক্টাল সার্জারি, প্ল্যাস্টিক সার্জারি, এন্ডোক্রাইন সার্জারিসহ জেনারেল সার্জারির রোগীরা সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং সরকারী ছুটি দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই দুই শিফটে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন।
ছবি: সংগৃহীত। নিউজ: প্রশান্ত মজুমদার।