আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএসএমএমইউ কর্তৃপক্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএসএমএমইউ কর্তৃপক্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

21 Feb, 2025 12:00 AM - 21 Feb, 2025 07:00 AM |

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে
বিএসএমএমইউ কর্তৃপক্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

৮ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২১ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখ, শুক্রবার প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএসএমএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। এছাড়াও প্রত্যুষে অত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় ও আন্তর্জাতিক এই  গুরুত্বপূর্ণ দিবসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ কর্মসূচী পালন করা হয়।

এসকল কর্মসূচীতে অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম স্যারসহ সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মোঃ দেলোয়ার হোসেন টিটু, অতিরিক্ত পরিচালক (অডিট) ও ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান, মাননীয় উপাচার্য মহোদয়ের পিএস-১ সহযোগী অধ্যাপক ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মোঃ শাহিদুল হাসান, প্রস্থডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও উপ-রেজিস্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, ডা. মোঃ আকবর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।    

সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: সংগৃহীত। নিউজ: প্রশান্ত মজুমদার।