Training on Ethical Research and Implementation for BSMMU Faculty Underway
11 Dec, 2024 12:00 AM - 11 Dec, 2024 12:00 AM | Basic Science Faculty Bulding, BSMMU
বিএসএমএমইউতে ইথিক্যাল রিসার্চ ও বাস্তবায়ন (Training on Ethical Research and Implementation for BSMMU Faculty) বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ইং তারিখে বেসিক সাইন্স ও প্যরাক্লিনিক্যাল সাইন্স অনুষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, দেশ, জনগণ ও রোগীর কল্যাণে কাজে লাগে এমন গবেষণায় মনোনিবেশ করুন। গবেষণার ক্ষেত্রে ইথিক্যাল বিষয় মেনে চলুন। গবেষণা কার্যক্রম যাতে নতুন জ্ঞান সৃষ্টি ও বৃদ্ধিতে অবদান রাখতে পারে সেদিকে খেয়াল রাখুন।
শিক্ষকদের জন্য আয়োজিত এই প্রশিক্ষণ অনুষ্ঠানে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক তুহিন, অধ্যাপক ডা. ফারিহা হাসিন, অধ্যাপক ডা. মোঃ জাফর খালেদ, অধ্যাপক ডা. মোঃ আবু তাহের, ডা. বুশরা প্রমুখ উপস্থিত ছিলেন।