World Voice Day 2024 is celebrated at BSMMU
18 Apr, 2024 10:00 AM - 18 Apr, 2024 12:00 PM | C-Block Multipurpose Hall, BSMMU
বিশ্ব কণ্ঠ দিবস ২০২৪ উপলক্ষে র্যালি, সেমিনার অনুষ্ঠিত
কণ্ঠের সমস্যার জন্য সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার
প্রয়োজন নাই: মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ ১৮ এপ্রিল ২০২৪ইং তারিখে বিশ্ব কণ্ঠ দিবস ২০২৪ উপলক্ষে র্যালি, সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ল্যারিংগোলজি এন্ড ভয়েস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। সভাপতিত্ব করেন ল্যারিংগোলজি এন্ড ভয়েস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে শেখ রাসেল ফোয়ারা থেকে র্যালিটি বের হয়ে সি ব্লকের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সি ব্লকের মাল্টিপারপাস হলে একটি সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক বলেন, ভয়েস বা ষড়যন্ত্রের বা কণ্ঠের যেকোনো ধরণের রোগ ও সমস্যার সুচিকিৎসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ দেশেই রয়েছে। কণ্ঠের সমস্যার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন নাই। ভয়েস, কণ্ঠ হলো মহান আল্লাহ প্রদত্ত গিফট। কাউকে ভালোবাসার কথা প্রকাশ করতে হলেও কথা বলার প্রয়োজন হয়। তাই কণ্ঠের সুরক্ষার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। অপ্রয়োজনে উচ্চস্বরে চিৎকার করলে, আবার জন্মগত ত্রুটির কারণেও কণ্ঠের ভয়েস বা স্বর ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ভয়েস এর সুরক্ষায় আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে।
আলোচনা সভায় জানানো হয়, কণ্ঠের সুরক্ষার জন্য উচ্চ স্বরে কথা বলা, ধূমপান, মদপান, অতিরিক্ত গরম ও অতিরিক্ত ঠান্ডা পানি পান এবং অতিরিক্ত ঝাল ও তৈলাক্ত খাবার পরিহার করা উচিত। দিনে কমপক্ষে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা উচিত। রাতে ঘুমানোর ২ ঘণ্টা আগে আহার সম্পন্ন করা উচিত। শিক্ষকদের ক্লাসে লাউড স্পিকার ব্যবহার করা উচিত। বাইরে চলাফেরার সময় সকলেরই মাস্ক ব্যবহার করা উচিত।
এসকল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, বিশ্ববিদ্যালয়ের অটোলজি ডিভিশন প্রধান ও কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রকল্পের পরিচালক ডা. এএইচএম জহিরুল হক সাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।