41st Annual Genearal Meeting and BSA- CCPP National Conference 2024

41st Annual Genearal Meeting and BSA- CCPP National Conference 2024

28 Mar, 2024 10:00 AM - 28 Mar, 2024 12:00 PM | Shaheed Dr. Milon Hall, BSMMU

বাংলাদেশ সোসাইটি অফ এ্যানেসথেশিওলজিস্টস ক্রিটিক্যাল কেয়ার এন্ড পেইন ফিজিশিয়ান্স এর বার্ষিক সাধারণ সভা ও জাতীয় সম্মেলন ২০২৪ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক প্রমুখ। সভাপতিত্ব করেন বিশিষ্ট এ্যানেসথেশিওলজিস্ট বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক।