An important meeting held to implement the Annual Performance Agreement (APA) at BSMMU
23 Aug, 2023 12:00 AM - 23 Aug, 2023 12:00 AM | Block-B, Conference Room, BSMMU
আজ বুধবার ২৩ আগস্ট ২০২৩ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের কনফারেন্স রুমে (কক্ষ নং ১২৭) বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি ও ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ডা. জেসমিন বানুর সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ স্যার। সভাটি সঞ্চালনা করেন এপিএ কমিটির ফোকাল পয়েন্ট চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী। সভায় শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও নৈতিকতা কমিটি, ই গভর্ন্যান্স/উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটি, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটি, অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটি এবং তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির ফোকাল পয়েন্টগণ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ প্রত্যেক কমিটির কার্যক্রম আরো জোরদার ও গতিশীল করার জন্য দিক নির্দেশনা দেন ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন পরিকল্পনা উপস্থাপন, কর্ম সম্পাদন সূচক অনুসারে বার্ষিক অর্জনে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।